বন্দর কার্যালয়ের অভ্যন্তরসহ পোর্ট কলোনি সড়কে মাস্ক না পড়ায় ১০ জনকে ৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছেন বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান চলে। করোনা প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে গত জুন মাস থেকে ভ্রাম্যমাণ পরিচালনা করে আসছেন বন্দর ম্যাজিস্ট্রেট। গত পাঁচমাসে টানা অভিযানে ৩০৯ জনকে ৪৮ হাজার ৬শ টাকা জরিমানা করেন তিনি।
বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ দৈনিক আজাদীকে বলেন, ‘কোভিড শুরু হওয়ার পর থেকে বন্দর কার্যালয়সহ আশেপাশের এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে টানা অভিযান চালানো হয়েছে। পাঁচ মাসে প্রায় তিন শতাধিক মামলা করা হয়েছে।’ তিনি বলেন, ‘কোভিড একটি সংক্রামক ব্যধি। এখন দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে। কিন্তু জীবনঘাতি এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো উৎকন্ঠা নেই। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে। এখানে জরিমানা মুখ্য নয়।’