বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১২ জুন, ২০২২ at ১২:১৩ অপরাহ্ণ

বান্দরবানের কুহালং ইউনিয়ন এর মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির নাম নন্দ বংশ মহাথের (৭৩)। তিনি বৌদ্ধ বিহারে অধ্যক্ষের পদে কর্মরত ছিলেন। তার বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।

বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বিহারের সেবকরা ওই ভিক্ষুকে খাবার দিতে গেলে বিহারের সামনে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি আমাকে জানায়। পরে আমি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন