বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্বচ্ছতার সঙ্গে তদন্ত চালিয়ে এই সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও দেশটি রেখেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা এবং ভীতি সৃষ্টির ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান। খবর বিডিনিউজের।
তিনি বলেন, সহিংসতার যে খবর এসেছে, আমরা বাংলাদেশ সরকারকে বলব স্বচ্ছতার সঙ্গে, পক্ষপাত না করে এর বিস্তারিত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে।
বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে রাজনৈতিক নানা বিষয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া প্রকাশও বাড়ছে।