বহিষ্কারের হুমকিতেও অনড় বিদ্রোহীরা

দক্ষিণ চট্টগ্রাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ৬ উপজেলার ৫২ ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহীদের নিয়ে বেকায়দায় আছেন এসব ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। দক্ষিণ জেলা আওয়ামী লীগের বহিষ্কারের সিদ্ধান্তেও অনড় বিভিন্ন ইউপির বিদ্রোহী প্রার্থীরা। গতকাল আনোয়ারা-বোয়ালখালী ও চন্দনাইশের ২৫ ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল। এই ২৫ ইউনিয়নের মধ্যে অনেক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী মিলে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আনোয়ারায় সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী রায়পুর ইউনিয়নে ৬ জন। এরপর পরৈকোড়া ইউনিয়নে ৪জন, সদর ইউনিয়নে ৪জন।
এদিকে বোয়ালখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের পাশাপাশি বিদ্রোহীরাসহ মিলে মোট ৩২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে চন্দনাইশ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের গতকাল মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে আওয়ামী লীগ মনোনীত ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা নির্বাচন করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে তাদেরকে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এই তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় আওয়ামী লীগও অঙ্গসংগঠনের ২২ জন নেতাকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইভাবে আনোয়ারা-বোয়ালখালী এবং চন্দনাইশ উপজেলা ২৫ ইউনিয়নের প্রার্থীদের গতকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল। এই ২৫ ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধজাতীয় ভ্যাট সপ্তাহ শুরু আজ