বন্দরের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। দুদকের সুপারিশে বুধবার বিকেলে বন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করলেও বিষয়টি গতকাল বৃহস্পতিবার প্রকাশ পায়। বন্দর কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন ঊর্ধ্বতন অর্থ কর্মকর্তা সন্দীপন চৌধুরী ও প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম। সূত্র জানায়, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ক্রয়সংক্রান্ত বিধি ভঙ্গ করে পাঁচটি অটো ভোল্টেজ রেগুলেটর ক্রয়ে অনিয়মের অভিযোগ ছিল।

পূর্ববর্তী নিবন্ধসেই বাস চালক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবহিষ্কারের হুমকিতেও অনড় বিদ্রোহীরা