যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বন্দরের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। দুদকের সুপারিশে বুধবার বিকেলে বন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করলেও বিষয়টি গতকাল বৃহস্পতিবার প্রকাশ পায়। বন্দর কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সাময়িক বরখাস্ত হওয়া ওই দুই কর্মকর্তা হলেন ঊর্ধ্বতন অর্থ কর্মকর্তা সন্দীপন চৌধুরী ও প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুল ইসলাম। সূত্র জানায়, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি ক্রয়সংক্রান্ত বিধি ভঙ্গ করে পাঁচটি অটো ভোল্টেজ রেগুলেটর ক্রয়ে অনিয়মের অভিযোগ ছিল।












