মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য দিলোয়ারা ইউসুফের সভাপতিত্বে গত শনিবার নগরীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রোমানা নাসরিন, সৈয়দা সাহিদা সুলতানা, রওশনআরা, হামিদা বেগম, রেজোয়ানা শারমিন, জান্নাতুল ফেরদৌস ডলি, জাহানারা নাজনীন, অ্যাডভোকেট বিবি আয়েশা, মমতাজ বেগম, সেলিনা আকতার, ফরিদা বেগম নাজমা, নুর নাহার, পারভীন আকতার, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, শীলা চৌধুরী, শারমিন আকতার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, মহিলা আওয়ামী লীগ অনেক চড়াই-উতরায় পেরিয়ে আজকের এ অবস্থানে এসেছে। আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ যেকোনো নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।











