পিটুপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং ক্রীড়া বিনোদনের মাধ্যমে প্রতিটি কর্মীকে কর্মমুখর রাখতে পিটুপি’র উদ্যোগে দুই দিনব্যাপী ক্রিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ও ৪ ডিসেম্বর মনসুরাবাদ পুলিশ লাইন মাঠে ক্রিক ফেস্টে পিটুপি’র বিভিন্ন বিভাগের দেড় শতাদিক কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহন করেন। পিটুপি গ্রুপের প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ লি., পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, পিটুপি ৩৬০ (ডিজাইন স্টুডিও), পিটুপি ফার্নিচার, পিটুপি এঙপেরিয়েন্স সেন্টার, ইনফিনিটি করপোরেশন, স্ট্রাইপ এবং পিটুপি কমিউনিকেশন এন্ড ইভেন্টস মিলিয়ে দুই গ্রুপে ৮টি টিম টুর্নামেন্টে অংশ নেয়। ৩ ডিসেম্বর পিটুপি ক্রিক ফেস্টের উদ্বোধন করেন পিটুপি’র পরিচালক আর্কিটেক্ট মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিমসহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। গত ৪ ডিসেম্বর ফাইনাল খেলায় অংশ নেয় পিটুপি ফিনিক্স টিম এবং পিটুপি ফ্যালকন টিম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পিটুপি ফ্যালকন টিমকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিটুপি ফিনিক্স। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে পিটুপি ওয়ারিয়র্স টিম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী টিমের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি নর্থ) মো. সালাম কবীর। এই সময় বিশেষ অতিথি ছিলেন পিটুপি’র পরিচালক সাদমান সাইকা সেফা, পরিচালক আর্কিটেক্ট মাহাদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন) নাজিম উদ্দিন, পরিচালক (প্ল্যানিং এন্ড ডিজাইন) প্রকৌশলী রতন মন্ডল, গ্রুপ এজিএম রামেন দাশ গুপ্ত, হেড অব বিজনেস এন্ড অপারেশন নাজমুল বিন আবেদীন (রুবায়েত), ডিজিএম প্রকৌশলী মহসিন ইকবাল, ডিজিএম প্রকৌশলী শিবলু খাস্তগীর, নির্বাহী পরিচালক (পিটুপি কমিউনিকেশন ও ইভেন্টস) নির্ঝর চক্রবর্তী এবং ফাইনান্স ম্যানেজার শাখাওয়াত হোসেন। উল্লেখ্য, চট্টগ্রামে ডিজাইন বিল্ড ম্যাটেরিয়াল এবং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন জগতে পিটুপি দেশের একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান।