পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন সংরক্ষক কার্যালয় চট্টগ্রাম অঞ্চলে ‘জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট এবং অফিস সহায়ক’ পদে নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এই দুটি পদে মোট ২১ জনকে নিয়োগ দেয়া হবে জানিয়ে গত ২০ সেপ্টেম্বর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বন সংরক্ষক কার্যালয় চট্টগ্রাম অঞ্চল। নিয়োগ পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষীপুর জেলার অন্তত ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানান বন সংরক্ষক কার্যালয়ে কর্মকর্তারা। প্রতি পদের বিপরীতে প্রায় ৫০০ চাকরিপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটে ৪ জন এবং অফিস সহায়ক পদে ১৭ জনকে নিয়োগ দেয়া হবে বলে উল্লেখ করা হয়। জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউটে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া অফিস সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয় যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অফিস সহায়ক পদে পরীক্ষায় অংশ নেয়া রবিউল হাসান নিশাত বলেন, আমি পতেঙ্গাতে পাবিরারিক একটি ছোট ব্যবসা দেখাশোনা করি। আমার স্ত্রীও আমার সাথে অফিস সহায়ক পদে পরীক্ষা দিয়েছে। সরকারি চাকরির প্রতি সবার তো আগ্রহ থাকে। তাই আমরা স্বামী স্ত্রী দুজনই পরীক্ষায় অংশ নিয়েছি।
বন সংরক্ষকের কার্যালয় চট্টগ্রাম অঞ্চলের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুই পদের নিয়োগ পরীক্ষায় প্রচুর চাকরিপ্রার্থী অংশ নিয়েছে। প্রাথমিক হিসেব মতে, ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী ছিল।












