পটিয়ায় মুদি দোকানদার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

পটিয়ায় মুদি দোকানদার মো. ইসহাক হত্যা মামলায় মো. শাহ আলম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত শাহ আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিঞ্জিরকুল গ্রামের বাসিন্দা। এ সময় মামলার অপর আসামি কামাল হোসেনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রুবেল পাল আজাদীকে জানান, সন্দেহাতীতভাবে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহ আলমকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন দিয়েছে। পাশাপাশি ৩৮২ ও ৪৫৭ ধারায় যথাক্রমে ১০ বছর ও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তিনি বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় বিচারক ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

আদালতসূত্র জানায়, ২০১৪ সালের ১২ মার্চ কচুয়াই বাজারে থাকা নিজের মুদি দোকানের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় ইসহাককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ভাই মো. ইদ্রিস পটিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজহারে বলা হয়, চুরি করার উদ্দেশ্যে দরজার তালা কেটে দোকানে প্রবেশ করে আসামিরা। একপর্যায়ে ঘুমন্ত ইসহাক জেগে উঠলে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মামলাটি তদন্ত করে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৪ সালের ৩০ অক্টোবর মো. শাহ আলম ও কামাল হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে ২০১৬ সালের ২৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাসেম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৫ জেলে আটক ৭৫ হাজার টাকা জরিমানা