পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভার প্রস্তুতি

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের কৃতী সন্তান, মুক্তিযূদ্ধে ন্যাপসিপিবিছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সভাপতি পংকজ ভট্টাচার্যের মৃত্যুতে নাগরিক স্মরণসভা আগামী ৯ জুন বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ১৭ মে নগরীর ফুলকিতে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে ও পাহাড়ী ভট্টাচার্যের সঞ্চালনায় গতকাল সভার শুরুতে পংকজ ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় তাঁর রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করে এবং ৯ জুন অনুষ্ঠিতব্য নাগরিক স্মরণসভার আয়োজন নিয়ে বক্তব্য দেন, অধ্যাপক রনজিত কুমার দে, আবু তাহের মাসুদ, কমরেড মৃণাল চৌধুরী, তপন দত্ত, কমরেড রাজা মিয়া, ফজল আহমেদ, কমরেড অশোক সাহা, বালাগাত উল্লাহ, জসিমউদ্দিন বাবুল, জামশেদুল আলম চৌধুরী, অধ্যাপক উত্তম চৌধুরী, অজিত দাশ, সুভাষ আইচ, সুধীর পাল, অধ্যাপক শীলা দাশগুপ্ত, শফিউদ্দিন কবির আবিদ, অপু দাশ গুপ্ত, হাসান মারুফ রুমি, দীপংকর চৌধুরী, শরৎ জ্যোতি চাকমা, রমেন দাশ গুপ্ত প্রমুখ।

সভায় কবি ও সাংবাদিক আবুল মোমেনকে আহ্‌্বায়ক ও কমরেড অশোক সাহাকে সমন্বয়ক করে একটি কার্যর্নিবাহী কমিটি ও একটি উপদেষ্টা কমিটিসহ ৩০১ সদস্যের নাগরিক স্মরণসভা কমিটি গঠন করা হয়। নাগরিক স্মরণসভায় পংকজ ভট্টাচার্যের ওপর লতা আহমেদ নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন, শোকসঙ্গীত, স্মৃতিচারণা ও আলোচনার পাশাপাশি পোস্টার প্রদর্শনের সিদ্ধান্তও গৃহীত হয়। সভায় আওয়ামী লীগ, ঐক্য ন্যাপ, সিপিবি, জাসদ, বাসদ, সাম্যবাদী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণমুক্তি ইউনিয়ন, উদিচী, খেলাঘর, ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রামের শিক্ষক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে জাতি যত বেশি সংস্কৃতি লালন করে, সেই জাতি ততো উন্নত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার আঞ্চলিক সম্মেলন