নিয়ম-নীতির মধ্যে বিদেশি চ্যানেলগুলো চালানো যেতে পারে

নারী নেত্রী জেনিফার আলম

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:২৬ পূর্বাহ্ণ

নারী নেত্রী জেনিফার আলম বলেন, ভারতীয় নাটক-সিরিয়ালের চ্যানেল আর বিবিসি, সিএনএন, আলজাজিরা কিংবা খেলার চ্যানেলগুলো এক নয়। এদেশে প্রচুর দর্শক আছে যারা আন্তর্জাতিক খবর, খেলাধুলা দেখে থাকেন এসব চ্যানেলে। যা কোনোভাবেই সমাজ কিংবা পরিবারের জন্য ক্ষতিকর নয়। আর বিজ্ঞাপনের কথা বন্ধ করা হলেও বিবিসি, সিএনএন, আলজাজিরা তো বিজ্ঞাপন ছাড়াই সমপ্রচার করে থাকে। আমি মনে করি, দেশিয় সংস্কৃতির বিকাশ ও প্রকাশের তাগিদে বিদেশি সংস্কৃতির প্রয়োজন রয়েছে। সেদিক থেকে চিন্তা করলে বিদেশি চ্যানেলগুলো নিয়ম নীতির মধ্যে রেখে চালানো যেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধতারের জঞ্জাল যাবে মাটির নিচে, সম্ভাব্যতা যাচাই শুরু
পরবর্তী নিবন্ধআইনের মধ্যে সব চ্যানেল দেখার সুযোগ নিশ্চিত করা হোক