জাতীয় মহিলা সংস্থা জেলা ও তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলার কর্মরত তথ্য সেবা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা সমপ্রতি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেমন আরা তৈয়ব। জেলা কর্মকর্তা শাহানা পারভিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দীন, সাবেক এমপি সাবিহা মুসা, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মাধবী বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপিকা বড়ুয়া, কল্পনা লালা।
উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম জেলা কর্মকর্তা মো. নাঈম পারভেজ, সহকারী প্রোগাম অফিসার জহিরুল ইসলাম, প্রশিক্ষক শাহাদাত হোসেন, রুশ্নি আকতার, ইকবাল হোসেন, অবকাশ চাকমা, রুমানা আকতার, রোকেয়া বেগম, আবদুল করিম, কাজী তবারক, মো. সেলিম, মো. নজরুল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় মহিলা সংস্থা সারা বাংলাদেশের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে চলেছে। বর্তমানে তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সারাদেশে নারীদের আত্মনির্ভরশীল হতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। তিনি দায়িত্বরত সকল তথ্য আপাদের নিজ নিজ দায়িত্ব আরো গুরুত্ব সহকারে পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












