নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মো. সেলিমকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকায় জাহাঙ্গীরের দোকানে পুলিশ অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগ শাখা সভাপতি মো. সেলিমকে গ্রেফতার করেছে। তিনি নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক মামলায় এজাহারভুক্ত আসামি।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, গ্রেফতারকৃত মো. সেলিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মানবপাচারকারীর আস্তানায় অভিযান, উদ্ধার ৬
পরবর্তী নিবন্ধসেই পর্ন তারকা যুগল ৫ দিনের রিমান্ডে