এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চট্টগ্রাম মহানগর কমিটি। এ উপলক্ষে ২৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে আনন্দ র্যালিপূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাফর আহমেদ চৌধুরীর পরিচালনায় সৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন, ডক্টর কর্ণেল অব. অলি আহমদ বীর বিক্রমের আদর্শে গঠিত এই দল দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থান নিয়ে জনগণের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পতনের পর বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। এলডিপি গণতন্ত্র, ন্যায় ও স্বচ্ছ রাজনীতির পথে অবিচলভাবে নেতৃত্ব দেবে। আগামী নির্বাচনে ছাতা প্রতীকের পক্ষে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। র্যালি ও সমাবেশে নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে এলডিপি ও অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক ওলামা দল, গণতান্ত্রিক ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহাদ চৌধুরী দিপু,নগর এলডিপির সহ সভাপতি মাওলানা শাহ আলম আল কাদেরী, মোহাম্মদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আসগর চৌধুরী, অর্থ সম্পাদক আবু সৈয়দ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, যুবদলের আজহারুল ইসলাম অপু, এনাম উদ্দিন, মো. করিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বি এম সায়েদুল হক,সি. সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবদলের আবু তৈয়ব, নুরুল আমিন, রায়হান, ছাত্রদলের সভাপতি ফরহাদ, ওলামা দলের মাওলানা ওসমান আলী রেজবি, স্বেচ্ছাসেবক দলের ফরহাদ রানা, আব্দুল হালিম, যুবদলের মারুফ, মো সেলিম, কলিম প্রমুখ। এর আগে লালদীঘির পাড়ে জেলা পরিষদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।










