তিন দিনের সফরে আজ চট্টগ্রাম আসছেন রেল সচিব

পরিদর্শন করবেন একগুচ্ছ প্রকল্প

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে রেলওয়ের একগুচ্ছ চলমান প্রকল্প এবং বেশ কয়েকটি গৃহীত গুরুত্বপূর্ণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে তিন দিনের সরকারি সফরে আজ সকালে চট্টগ্রাম আসছে রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর।

শুক্রবার সকাল ৯টায় তিনি প্রথমে চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে সাড়ে ১০টায় সিজিপিওয়াই এলাকায় সিসিবিএল কর্তৃক নির্মাণাধীন আইসিডি পরিদর্শন করবেন। বিকাল সাড়ে ৩টায় পরির্দশন করবেন কালুরঘাট সেতু।

আগামীকাল ও রোববার দুদিনে তিনি দোহাজারী-কঙবাজার রেললাইন, কুমিরাতে রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল, পাহাড়তলী রেলওয়ে কারখানা, সীতাকুণ্ড এলাকায় রেল ভূমি, বে-টার্মিনালে রেল সংযোগ সংক্রান্ত কার্যক্রম পরির্দশন করবেন।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদে ফুড ফেয়ারকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ৫০ বছর পর কাল হচ্ছে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন