ডেঙ্গু হলে ভয় নয় সচেতন হতে হবে

মো. রাকিব | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে ডেঙ্গু এক ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িেেয়ছে। সাধারণত ডেঙ্গু বলতে লম্বা সময় ধরে জ্বর, সারা শরীরে ব্যথা, চোখের উপরের অংশে ব্যথা, পিঠে ব্যথা ও মাংসপেশিতে ব্যথা ইত্যাদিকে বুঝায়। ডেঙ্গু হলে সাধারণত শরীরে লাল র‌্যাশ সঙ্গে চুলকানি তাছাড়া চামড়ার নিচে রক্তক্ষরণ, কাশিশ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয়। এই সময়ে আমাদের রোগীর বিষয়ে খুবই সচেতন থাকতে হবে। রোগীর পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে সাথে সময় মতো ঔষধ সেবন নিশ্চিত করতে হবে। তাছাড়া বেশি পরিমাণে পানীয় খাদ্য যেমন: পানি, খাওয়ার স্যালাইন, ডাবের পানি ইত্যাদি খাওয়াতে হবে। যদি অনুচক্রিকা ব্যাপকভাবে কমে যায় বা শরীরে রক্তক্ষরণ হয় অথবা রোগী শকে যায় তবে হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তবেই আমরা ডেঙ্গুকে সঠিকভাবে মোকাবেলা করতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধমাস্টারহাটে রাস্তা সংস্কার চাই
পরবর্তী নিবন্ধইতিহাস ফিরে আসে বারবার