টি-টেন লিগে বাংলা টাইগার্সের সাফল্য কামনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশী ক্রিকেটারদের বিদেশী লীগগুলোতে নিয়মিত অংশগ্রহণ বাড়াতে আরো উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন হাতে গোনা দুয়েকজন নয় বরং তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও যেনো ফ্রাঞ্চাইজি লীগগুলোতে খেলতে পারে সেদিকে নজর দেয়ার সময় এসেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আবুধাবী টি-টেন ক্রিকেট লীগে বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্স এর কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রীকে আবুধাবী টি-টেন ক্রিকেট লীগ দেখার আমন্ত্রণ জানান বাংলা টাইগার্স এর স্বত্বাধিকারী ও এফএমসি গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াছিন চৌধুরী।
এবারের টি-টেন লীগে বেশ কজন বাংলাদেশী খেলোয়াড় সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি টুর্নামেন্টে বাংলা টাইগার্সের সাফল্য কামনা করেন। বাংলা টাইগার্স বিদেশের মাটিতে দেশের সুনাম উজ্জ্বল করবে বলেও আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবারের টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন, মেহেদী হাসানের মত দেশী তারকা খেলোয়াড় ছাড়াও এন্ড্রু ফ্লেচার, দাসুন সানাকা, জনসন চার্লস, মোহাম্মদ ইরফানের মত বিদেশী ক্রিকেটাররা অংশ নেবেন। দলকে শিরোপা জেতাতে ভারসাম্যপূর্ণ দল গড়েছেন বলে জানান দলটির সত্বাধিকারী ইয়াছিন চৌধুরী। এসময় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ইসমাঈল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধতিন দিনেই দ. আফ্রিকার কাছে হারলো শ্রীলংকা
পরবর্তী নিবন্ধশীর্ষ সুমো কুস্তিগীর করোনায় আক্রান্ত