জনপ্রতিনিধিদের পদত্যাগ-সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে সাতকানিয়ায় ছাত্র-জনতার স্মারকলিপি

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ১১:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সাতকানিয়া অবৈধ শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচনের জনপ্রতিনিধি পৌরসভা মেয়র, ইউপি চেয়ারম্যানদের পদত্যাগ চেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে সাতকানিয়ার ছাত্র-জনতা।

রবিবার (১৮ আগষ্ট) বিকেলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। ছাত্র জনতার স্মারকলিপির দাবিগুলো হুবহু তুলে ধরা হলো। সাতকানিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে দাবিগুলো আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি।

পলাতক খুনি হাসিনার অবৈধ নির্বাচনে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। সকল অবৈধ চেয়ারম্যানদের রাষ্ট্রীয় সম্পদ সরকারের দপ্তরে ফেরত দিতে হবে।

জনপ্রতিনিধিদের অবৈধ ভাবে উপার্জিত সকল সম্পদ বাজেয়াপ্ত করে আইনের মুখোমুখি করতে হবে। অতএব,আমরা সাতকানিয়া উপজেলার সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি গুলো মেনে নেওয়ার জন্য আপনার নিকট অনুরোধ করতেছি।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন। সাতকানিয়ার ছাত্র জনতা তাদের স্মারকলিপির মাধ্যমে তিনটি দাবি উপস্থাপন করেছেন। অলরেডি জন প্রতিনিধিদের পদ বাতিল করার জন্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে সুস্পষ্ট বলা আছে।সরকার পৌরসভা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করবে। তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে শৃংখলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিস্কার
পরবর্তী নিবন্ধসাবেক এমপি নদভী ও আ.লীগ সভাপতিসহ ৭৩ জনকে আসামি করে মামলা