চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বৃদ্ধি পাবে

ড. মইনুল ইসলাম

| বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেছেন, ফেনী নদীর ওপর মৈত্রী সেতু করা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি গত ৩০-৩৫ বছর ধরে বলে আসছিলাম, ফেনী নদীতে সেতু তৈরি করে নতুন একটি স্থলবন্দর করার জন্য। মীরসরাইয়ে একটি ইকোনমিক জোন অর্থাৎ বঙ্গবন্ধু শিল্পনগরী হচ্ছে। এতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়বে।
তিনি বলেন, ত্রিপুরা রাজ্যসহ মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল-এই সাত রাজ্যের (সেভেন সিস্টার্স) সঙ্গে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। একইসাথে চট্টগ্রাম বন্দরের গুরুত্বও বৃদ্ধি পাবে। এছাড়া যোগাযোগের আরেকটি বিকল্প পথ তৈরি হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপও কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধসাথে কানেক্টিভিটি বাড়বে
পরবর্তী নিবন্ধমৈত্রী সেতু : অর্থনীতিবিদদের ভাবনা