চকরিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মহিউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর পর গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল জব্বার বলেন- আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের পর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। তবে খবর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।







