চকবাজার থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন চক সুপার মার্কেটের নিচ তলায় জমে থাকা পানি নিষ্কাশন করতে গিয়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তার নাম সুভাষ চন্দ্র ঘোষ। তিনি পটিয়ার কেলিশহর এলাকার গৌরাঙ্গ ঘোষের ছেলে। ঈদের পরদিন গত ১১ জুলাই এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিউটিতে নিয়োজিত থাকাকালীন মার্কেটের নিচ তলায় জমে থাকা পানি বের করতে মোটর স্টার্ট করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এক পর্যায়ে সুভাষ চন্দ্র ঘোষ ফ্লোরে পড়ে যান। সেখানে থাকা অন্য নিরাপত্তা প্রহরী ফিরোজ মিয়া আশেপাশের লোকজনের সহায়তায় ভিকটিমকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।










