গণছুটি স্থগিত, কাজে ফিরেছেন রাঙ্গুনিয়ার ৭৩ বিদ্যুৎকর্মী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গণছুটিতে যাওয়া পল্লী বিদ্যুতের ৭৩ কর্মী অবশেষে কাজে ফিরেছেন। ফলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রায় এক সপ্তাহ পর বিদ্যুৎকর্মীদের গণছুটি স্থগিত হওয়ার পর স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে পল্লী বিদ্যুৎ রাঙ্গুনিয়া কার্যালয়ের ১০৩ জন কর্মীর মধ্যে ৩৭ জন লাইনম্যান ও মিটার রিডারসহ ৭৩ জন কর্মী একযোগে গণছুটিতে যান। এতে উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেয়। দিনে ৮১০ বার বিদ্যুৎ যাওয়াআসা করেছে। কোথাও আবার ২৪ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। এতে বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি২ এর রাঙ্গুনিয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ ফয়সাল বলেন, গণছুটিতে থাকা কর্মীরা কর্মস্থলে ফিরে এসেছেন। শনিবার (গতকাল) সকাল থেকেই রাঙ্গুনিয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, কর্মীদের অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দিতে পার্শ্ববর্তী রাউজান উপজেলা থেকে ঠিকাদারের লোক এনে কাজ চালাতে হয়েছিল। এতে বিদ্যুৎ সরবরাহে চরম বেগ পেতে হয়েছিল। তবে কর্মীরা কাজে যোগ দেয়ায় এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চোরাই মোবাইলসহ চোর চক্রের দুই মহিলা শনাক্ত
পরবর্তী নিবন্ধইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন