খুলশীতে গাছ উপড়ে পড়ে সড়কে যান চলাচলে বিঘ্ন

আজাদী অনলাইন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১:০১ অপরাহ্ণ

নগরের খুলশীতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খান মুখি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও খুলশী থানা পুলিশ গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচল করার ব্যবস্থা করেছি। গাছের বড় অংশ অপসারণ বা কেটে ফেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দিনমজুরের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৭৭ মিলিমিটার বৃষ্টিতে ডু্বল চট্টগ্রাম, জনদুর্ভোগ