খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব : চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও স্থিতিশীলতার পাশাপাশি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ও জাতির কল্যাণে সারাজীবন সংগ্রাম করেছেন। গণতন্ত্র ও দেশের জন্য তাঁর অসামান্য অবদান বাংলাদেশের রাজনীতিতে তাঁকে অবিস্মরণীয় করে রাখবে। গণতন্ত্রের উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য।

তিনি গতকাল সোমবার দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চাক্তাই তুলাতলি এলাকাস্থ বায়তুন নুর জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হাজী নবাব খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন লিপু, ইয়াছিন চৌধুরী আছু, হাজী মহিউদ্দিন, আবুল কালাম আবু, গিয়াস উদ্দিন ভূইয়া, নুরুল আকতার। ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন চৌধুরী পারভেজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নুর আলম কালু, আব্দুল মান্নান, সালাউদ্দিন বাসু, ইয়াকুব খান, রাশেদ পারভেজ, জাকির হোসেন, ওমর ফারুক, নুরুদ্দিন খান, ওমর শরীফ, আব্দুল বারেক, মানিক সরকার, বেগম মুন্নি, কামরুন নাহার, রেনুকা বেগম, মো. কবির, মো.ইউনুস, আব্দুল জব্বার, মো. সোহাগ প্রমুখ।

এনায়েত বাজার ওয়ার্ড : এনায়েত বাজার শাহী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে

মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার বিনিময়ে নীতিতে আপস করেননি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব। উপস্থিত ছিলেন হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুস সালাম তালুকদার, মনজুর রহমান চৌধুরী,জাকির হোসেন, সাহেদ বঙ, শাহ আলম, এম এ মালেক, মো. আলী, আমিন মাহমুদ, আবদুল বাতেন, ইদ্রিস আলী, মোস্তাফিজুর রহমান বুলু, ইউনুছ চৌধুরী হাকিম, আবদুল হাই, সালাউদ্দীন লাতু, সেলিম খাঁন, ইদ্রিস আলম, এমদাদুল হক বাদশা, এস এম মফিজ উল্লাহ, আলী আব্বাস খান, এম এ হালিম প্রমুখ।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে গতকাল সোমবার বিকেল জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন ড. সাহীদ মো. আসিফ ইকবাল, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. মঈনুদ্দিন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁর শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করেন।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খলিফা পাট্টি জামে মসজিদের খতিব দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন আলহাজ আবদুল মান্নান। উপস্থিত ছিলেন আবু কালাম, মো. ইলিয়াস, দিদার, আবুল হাসেম, মোহাম্মদ দিদার, মো. মহিউদ্দিন, আবু বক্কর, ইমান আলী, নুর নবী, মোহাম্মদ সেলিম, মো. আব্বাস, মো. সাজু, মো. আরজু, মো. আরিফ, মো. তারেক, মো. রাসেল, মো. মামুন।

নগর মহিলা দল : নগর মহিলা দল খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহানগর ৭৮ নম্বর মহিলা দলের উদ্যোগে হিলভিউতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিন্নাতুন নিছা জিনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আর ইউ চৌধুরী শাহীন, মনির আহম্মদ চৌধুরী, সায়েস্তা চৌধুরী, আবদুল হাই, জেসমিনা খানম, ফাতেমা কাজল, এনামুল হক, মো. মিজান, শামসুল আলম, মো. হাসান, সাংবাদিক খোরশেদ আলম, অ্যাডভোকেট আয়শা আকতার সানজি, সায়মা হক, রিফা আকতার হোসনে আরা, হাজেরা বেগম, হেলাল উদ্দিন, মো. মামুন, জসিম উদ্দিন, ওয়াহিদুল আলম রুবেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ৪০ লাখ টাকার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএম এ মান্নান