খাগড়াছড়িতে পাহাড় কাটায় দুজনকে২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় দুজনকে ১ লাখ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সদর উপজেলার সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় । তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে ভারী বৃষ্টিতে পাহাড়টি ভেঙে পরার শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাহাড় কাটার ঘটনায় অভিযুক্ত মো. আক্তার হোসেন ও মো.সাহাব আলীকে ১ লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।

জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এছাড়া পাহাড় কাটা মাটি পুন:স্থাপনের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে আইআইইউসি বদ্ধপরিকর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আহছানিয়া মিশন বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরণ সভা