সাতকানিয়ায় কেরানীহাটে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও বিলবোর্ডসহ ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে বিভিন্ন বিল্ডিংয়ের অবৈধ অংশ। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী জানান, সড়কের দুই পাশের অবৈধ স্থাপনার ফলে কেরানীহাটে যানজট লেগেই থাকে। যানজটমুক্ত মহাসড়ক, পথচারীদের চলাচলের জন্য দখলমুক্ত ফুটপাত ও আসন্ন রমজান মাসে মানুষের কেনাকাটার সুবিধার্থে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে ভাসমান দোকান ও বিলবোর্ডসহ ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কের উপর অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন যানবাহনের স্ট্যান্ডগুলো সরিয়ে দেয়া হয়েছে। অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।