কলকাতায় নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:২৯ পূর্বাহ্ণ

কোভিডপরবর্তী সময়ে যখন মাস্ক পরার প্রবণতা কমেছে, স্কুলকলেজ খোলার পাশাপাশি সবকিছু স্বাভাবিক হয়েছে, সেসময় জ্বরসর্দিকাশি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে চাপ বাড়ছে শিশুদের, যাদের বেশিরভাগই আক্রান্ত অ্যাডিনোভাইরাসে। চিকিৎসকদের বরাতে আনন্দবাজার জানিয়েছে,

হাসপাতালে আসা শিশুদের শতকরা ৯০ জনেরই শ্বাসতন্ত্রে সংক্রমণ (রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন) দেখা যাচ্ছে। অধিকাংশই ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত এবং তাদের মধ্যে বেশিরভাগ আবার অ্যাডিনোভাইরাসের শিকার। খবর বিডিনিউজের।

কলকাতা ও জেলা হাসপাতালগুলোতে সাধারণ শয্যা ছাড়াও নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে শিশুদের ভিড় তৈরি হয়েছে। ভেন্টিলেশনে রাখতে হচ্ছে শিশুদের। জায়গা সংকুলান না হওয়ায় এক বেডে একাধিক শিশুকে রাখতে হচ্ছে। ২০১৮১৯ সালের পর এবার অ্যাডিনোভাইরাসের সংক্রমণকে ‘ভয়াবহ’ বলছেন চিকিৎসকরা। এর পেছনে শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিকে কারণ মনে করছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধফের রাতভর বিক্ষোভে কাঁপল ইরান
পরবর্তী নিবন্ধবুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাকে পাওয়া গেল ১৮ লাশ