ইসলামের সঠিক পথ অনুসরণে শান্তিপূর্ণ জীবন গঠন সম্ভব

মাইজভাণ্ডারে মিলাদুন্নবী (স.) কনফারেন্সে বক্তারা

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ১:২৮ অপরাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফে ১৭তম আন্তর্জাতিক ঈদে মিলাদুন্নবী (স.) কনফারেন্স গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সাজ্জাদানশীন মাওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সভাপতিত্বে কনফারেন্সে প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের অসংখ্য অতিথি অংশ নেন। নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ) এর সার্বিক তত্ত্বাবধানে কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন -আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরীল মাহমুদ আদ-দাক্কাক, আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা), খতিব আল্লামা মুছা রেজা কাদেরী (দক্ষিণ আফ্রিকা), শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফী, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের খতিব আল্লামা সৈয়দ বশির উল আলম, গবেষক সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী ও আল্লামা আব্দুল মোস্তফা রাহিম আযহারী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও চারজন শনাক্ত
পরবর্তী নিবন্ধ৩৮৪ যাত্রীকে জরিমানা