ইউক্রেনে টি-১৪ আর্মাটা ট্যাংক নামাচ্ছে রাশিয়া!

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

ইউক্রেনে হামলা চালাতে নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া। নতুন অস্ত্রটি হতে পারে টি১৪ আর্মাটা ট্যাংক। বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। যদিও মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংক ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা দাবি করছে, ইউক্রেনে সরাসরি হামলায় টি১৪ আর্মাটা ট্যাংক এখনও কাজে লাগানো হয়নি। রয়টার্স জানিয়েছে, টি১৪ ট্যাংক ভেতরে বসেই চালানো যায়। এজন্য এই সাঁজোয়া যানের ওপর কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। খবর বাংলানিউজের।

আরআইএর প্রতিবেদন অনুযায়ী, মসৃণ জায়গায় ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, এ ধরনের একেকএকটি ট্যাংক তৈরিতে ১১ বছর সময় লেগেছে। এই ট্যাঙ্কের প্রাইমারি গানএ ৪২ রাউন্ডের গোলা ভরা যায়। যার মধ্যে ৩২ রাউন্ড অটোলোডার।

পূর্ববর্তী নিবন্ধবিশপদের বৈঠকে নারীদের প্রথম ভোটাধিকার দিলেন পোপ
পরবর্তী নিবন্ধডলারের পরিবর্তে ইউয়ানে আমদানি মূল্য পরিশোধ করবে আর্জেন্টিনা