আমিরাবাদে মহিলা ইউপির বসতঘরে হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা সদস্যের বসতঘরে হামলা, লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ইউপি সদস্য শারমিন আক্তার (৩০) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান হাজির পাড়ার মোহাম্মদ শফির কন্যা।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের পর থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। এতে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ একদল সশস্ত্র সন্ত্রাসী গত ৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তার বসতঘরে হামলা করে। এ সময় তারা ঘরের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল নিয়ে যায়। এছাড়া তার শ্লীলতাহানিরও চেষ্টা করে তারা। সন্ত্রাসীদের আক্রমণে তার ছোট ভাই মো. শাহজাহান (২৮) ও প্রতিবেশী বেবী আক্তার (৩৫) আহত হন।
ইউপি সদস্য বলেন, ঘটনার পরদিন ১০ জুলাই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে স্থানীয় নেজাম উদ্দিন, কুতুব উদ্দিন, মহিউদ্দিন, আরমান, আরফাতসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার আলামত, ছবি ও ভিডিও সংগ্রহ করেন। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুনরায় হামলা ও প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছে। পুলিশের এমন নির্বিকার আচরণে তিনি ক্ষুব্ধ। ঘটনার সঙ্গে জড়িতদের অতিসত্ত্বর গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, উক্ত ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমিরাবাদ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সমাধান না হওয়ায় উভয়ের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশফিউল আজম খান খোকন
পরবর্তী নিবন্ধডা. মিনহাজের সাথে গাউসিয়া কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়