‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি, থাকবে সবার বাড়ি বাড়ি’ শ্লোগান নিয়ে নগরীতে শুরু হয়েছে মোটরফেস্ট-২০২২। তিন দিনব্যাপী এই মোটরফেস্ট’র আয়োজক শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই মোটরফেস্ট চলবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিইসি কনভেনশন সেন্টারে ৫ম এই মোটরফেস্টের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, আমরা গাড়ি শুধু বিদেশ থেকে আনবো না। আমরাও গাড়ি তৈরি করবো। এটি অনেক বড় দূরদর্শিতা। এই দূরদর্শিতা ও সাহস নিয়ে পিএইচপি এগিয়ে এসেছে। তাদের সাধুবাদ।
তিনি বলেন, শুধু ট্রেডিং করলে হবে না; দেশেই গাড়ির ম্যানুফ্যাকচারিং করতে হবে। এখানে ইয়ামাহা, সুজুকিসহ যারা এসেছেন তাদের আহ্বান জানাব শুধু ভারত, জাপান, আমেরিকা, চীন থেকে গাড়ি আনলে হবে না। এ দেশে প্ল্যান্ট স্থাপন করে মোটরসাইকেল, গাড়ি উৎপাদন করতে পারেন। সেটি হলে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে। আপনারা শুধু ট্রেডিং না করে প্ল্যান্ট স্থাপন করুন। শিল্পবান্ধব ফ্রেমওয়ার্ক বঙ্গবন্ধু কন্যা করে দিয়েছেন। ফিন্যান্সিং দেশ-বিদেশ থেকে পাবেন। আমরা এখন আরএমজি, টেক্সটাইল রফতানি করছি। এক সময় আমরা গাড়িও রফতানি করবো। আমরা গাড়ি উৎপাদন করে নেপালে, ভারতে রপ্তানি করবো সেই বিশ্বাস আছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিবির পরিচালক মনজুর আলম বলেন, দেশেই গাড়ি অ্যাসেম্বল করে এ ধরনের মেলা আয়োজনের জন্য পিএইচপি ফ্যামিলিকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড বাংলাদেশের গাড়ি শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, প্রোটনের যাত্রা এত সহজ ছিল না। বাংলাদেশে একটা গাড়ি তৈরি করা চাট্টি খানি কথা না। আজ থেকে সাত বছর আগে প্রথমে আমরা সিভিও গাড়ি দিয়ে ব্যবসা শুরু করি। এরপর পেইন্ট শপ শুরু করি। এখন ১৭টি স্পিয়ার পার্টস উৎপাদন করছি। আমরা বাংলাদেশে খুব শীঘ্রই বডি শপের উৎপাদন শুরু করব। আমরা শুধুই গাড়ি বিক্রি করি না, প্রতিটি গাড়িতে আমরা ৫ বছরের ওয়ারেন্টি দিচ্ছি।
তিনি আরো বলেন, পিএইচপি ফ্যামিলির গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে পারফেক্ট ভেহিক্যাল সল্যুশন (পিভিএস) নামের একটি অনলাইন অ্যাপসের সুব্যবস্থা রয়েছে। প্রোটন ব্র্যান্ডের যে কোনো মডেলের গাড়ি ব্যবহারকারী অনায়াসে এ অ্যাপস ডাউনলোড করে ঘরে বসেই অনলাইনেই নিজের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস অর্ডার করতে পারবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক শামিম মাহমুদ, সুজুকির একেএম তহিদুর রহমান, আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মেজবাহ উদ্দিন আতিক, আরিফ উল্লাহ, উৎপাদন বিভাগের শিফাত উল্লাহ কল্লোল, সিনিয়র এঙিকিউটিভ মো. মিফতাহুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা ও দৈনিক পূর্বকোণ।
এবারের মোটরফেস্টের আর্কষণ পিএইচপি প্রোটন পারসোনা সিগনেচার ২০২২ মডেলের সেডান কার। কারটিতে মূল্যছাড় অফার চলছে মেলায়। এছাড়াও ১৫০০ সিসির ভিভিটি ইঞ্জিনের ব্র্যান্ড নিউ এ কারে ৫ বছরের অথবা দেড় লাখ কিলোমিটার সার্ভিস ওয়ারেন্টিসহ ৫টা ফ্রি সার্ভিস প্রদানের ব্যবস্থা রয়েছে। কারটি সর্ম্পূণ লেদার সিটসহ ৬টা এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি স্পন্সরযুক্ত ১৬ ইঞ্চির অ্যালুমিনিয়াম চাকা এবং ৬ ইউএসবি পোর্ট সমৃদ্ধ এন্ড্রয়েট সুবিধার স্মার্টফোন কানেকটিভিটি রয়েছে। কারটিতে ইলেক্ট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল ছাড়াও বেকওয়ার্ড রাস্তায় চলাচলের সুবিধার্থে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং এলইডি’র ডে টাইম রানিং লাইটসহ গাড়ির হেড লাইটগুলো সব এলইডি ও অটো ফাংশন সমৃদ্ধ ইলেক্ট্রিক মিরর লাইট ব্যবহার করা হয়েছে।
মেলায় ব্র্যান্ডনিউ ২০২২ মডেলের প্রোটন পারসোনা সিগনেচার ভার্সন, প্রোটন সাগা এমসি ও বাংলাদেশের প্রথম টকিং কার মিনি এসইউভি এক্স-৫০, প্রোটন এক্স-৭০ এসইউভি প্রভৃতি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। পিএইচপি প্রোটন ব্র্যান্ড ছাড়াও হ্যাভাল পিএফএসকে ও চেরি ব্র্যান্ডের গাড়ি প্রদর্শিত হচ্ছে।
মোটর বাইকের মধ্যে পিএইচপি অটোমোবাইলসের বাইক ছাড়াও ইয়ামাহা, সুজুকি, জেএমই প্রভৃতি ব্র্যান্ড তাদের মোটর সাইকেল বিক্রি করছে। তাছাড়া বিভিন্ন লুব্রিকেন্ট ও অর্থলগ্নি প্রতিষ্ঠান ফাইন্যান্স কোম্পানি অংশগ্রহণ করছে।