আনোয়ারায় জমির বিরোধে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

৯ জনকে আসামি করে মামলা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৩ মে, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারায় জায়গাজমির বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. মোবারক হোসেন (৩২) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত ২৯ এপ্রিল বারখাইন ইউনিয়নের বাদামতল এলাকায় প্রকাশ্যে সড়কের উপর মোবারক হোসেনসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করলে মোবারককে গুরুতর আহতাবস্থায় প্রথমে চমেক হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মোবারকের মৃত্যু হয়। নিহত মোবারক হোসেন বারখাইন বাদামতল এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

গতকাল নিহতের ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, মো. হারুনুর রশিদ (৫০), মো. মানিক (২৭), নুরুল আজিম (৩০), মো. আলমগীর (৩৭), মো. মোরশেদ (৩৫), মো. খোরশেদুল আলম (২৯), দিদারুল আলম (২৭), মো. রায়হান (২৫) ও নুরমহল (৫০)

মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবারক হোসেনের পরিবারের সঙ্গে আসামি হারুনের পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৯ এপ্রিল সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ শেষে ফেরার পথে বাড়ির সামনের সড়কে মোবারককে হারুন গং দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ ঘটনায় আবদুর রহমান (২৯), মো. সৈয়দ (৫২), মো. সোহেল (২০) ও এক শিশু () আহত হয়।

নিহতের মা সামশুন্নাহার (৬৫) অভিযোগ করে বলেন, অভিযুক্ত হারুন ও তার ভাইয়েরা জোরপূর্বক আমাদের জায়গা জমি দখল করে উল্টো আমাদের মামলা দিয়ে হয়রানি করে আসছিল। প্রকাশ্যে আমার ছেলেকে হত্যার হুমকি দিত হারুন। শনিবার সন্ধ্যায় ছেলে রাজমিস্ত্রির কাজ করে ঘরে আসার পথে বাড়ির সামনের রাস্তার উপর হারুন ও তার ভাইয়েরা বহিরাগত সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে আমার ছেলেকে এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকার লোকজন অনেক চেষ্টা করেও আমার ছেলেকে ওদের হাত থেকে রক্ষা করতে পারেনি। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান বলেন, ভূমি বিরোধের জের ধরে বারখাইন ইউনিয়নের বাদামতল এলাকায় প্রতিপক্ষের হামলায় মোবারক হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে আসামিরা গা ঢাকা দিয়েছেন। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধনিহতদের ‘ডাকাত’ দাবি প্রধান আসামির
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি ও রামুতে ৯৫ বার্মিজ গরু জব্দ