নিত্যপণ্যের লাগামহীন অস্থিরতার মধ্যে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিতে আজ থেকে আবারও নগরীর ও জেলায় শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি। এবার টিসিবি ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। এর আগে লিটারপ্রতি তেলে ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করেছিল। আজ থেকে নগরীতে ১৭টি ট্রাকে এবং উপজেলায় ১৩টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এ ব্যাপারে টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ আজাদীকে জানান, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। মহানগরীতে ১৭টি ও বিভিন্ন উপজেলাতে ১৩টি ট্রাকে করে পণ্য বিক্রি হবে। পাশাপাশি বাজার দরের সঙ্গে দাম সমন্বয়ের জন্য ডালের দাম ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির প্রতিটি ট্রাক থেকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা ও লিটারপ্রতি তেল ১১০ টাকায় ক্রেতারা ক্রয় করতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।