চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অশোভন আচরণ করায় এক পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালের শিফটে কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, সকাল নয়টা ৪৫ মিনিটে হলে প্রবেশ, দশটা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ এবং এগারোটায় প্রশ্নপত্র বিতরণ করা হবে। পরীক্ষা শেষ হবে বারোটায়।
জানা যায়, পরীক্ষার প্রশ্ন পেতে দেরি হওয়ায় দেওয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লিখেন ভর্তি পরীক্ষার্থী মেহেদি হাসান। এমন আচরণ করায় তাকে পরীক্ষা দিতে দেয়নি প্রশাসন।
প্রক্টর ড. রবিউল হোসাইন ভুঁইয়া বলেন, পরীক্ষার নিয়ম না জেনে সে অশোভন আচরণ করেছে। আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম পরীক্ষার ওএমআর শিট এবং প্রশ্ন কখন দেওয়া হবে। কিন্তু সে নিয়ম না জেনে প্রশ্ন দেওয়ার সময় হওয়ার আগেই পরীক্ষার হলের দেওয়ালে এসব লিখে অশোভন আচরণ করেছে। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসি। সে বলছে, সে তার মত প্রকাশ করেছে। তার আচরণ সন্দেহজনক। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।