অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের বসার সুবিধার্থে অভিভাবক ছাউনির উদ্বোধন করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে ২০২৩ শিক্ষাবর্ষের প্লে এবং নার্সারি শ্রেণির ভর্তি লটারি উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কবিতা চৌধুরীসহ চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অভিভাবকদের সামনে লটারির মাধ্যমে প্লে এবং নার্সারি শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাছাই করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












