বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, তা নিছক রাজনৈতিক বাগ্মিতা নয় বরং একটি সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। গতকাল মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার চতুর্থ সংলাপ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রবাস ইস্যু এখন দেশের সামাজিক ও রাজনৈতিক জীবনে সম্মুখ সারিতে আছে। যাদের রেমিট্যান্সে বাংলাদেশের অর্থনীতি চলে, তাদের ভোটাধিকার থাকা, যাওয়া–আসা ভালোভাবে নিশ্চিত করতে হবে। তাদের সম্মান ও ন্যায্যতা কতখানি দেওয়া হয়, ভবিষ্যতে সেই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। খবর বাংলানিউজের।
বিএনপির এই নেতা আরও বলেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে কোনো পরিবর্তন আনতে না পারলে অস্থিরতা শুরু হবে। সেই ভাবনা থেকেই বিএনপি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কর্মসংস্থান এবং অর্থনীতি নিয়ে সার্বিক পরিকল্পনা সম্পন্ন করেছে। তিনি জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ।
দৃঢ়তার সঙ্গে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই কাজ শুরু করতে দেরি হবে না। তিনি আরও জানান, সরকারের আওতাধীন যেসব দায়িত্ব বেসরকারি উদ্যোগে সম্পাদন সম্ভব, সেগুলো সরকারের কাঁধ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির।












