আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প নিহত ২০, কয়েকশ আহত

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মাজারশরিফের কাছে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকশ জন। বাংলাদেশ সময় গত রোববার রাত আড়াইটায় সেখানে ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.; উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৮ দশমিক কিলোমিটার গভীরে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পে বলখ প্রদেশের রাজধানী শহর মাজারশরিফের ঐতিহাসিক নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজারশরিফের লোকসংখ্যা প্রায় পাঁচ লাখ ২৩ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান জানিয়েছেন, অন্তত ২০ জন নিহত ও আরও প্রায় ৩২০ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

কর্মকর্তারা জানান, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলখ ও প্রতিবেশী প্রদেশ সামাংগান। এসব প্রদেশের প্রত্যন্ত গ্রামগুলোতে উদ্ধারকারী দলগুলো হাজির হচ্ছে। তাদের মাধ্যমে পাওয়া খবরে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক মাধ্যম এক্স এ শেয়ার করা ভিডিওগুলোতে জরুরি পরিষেবার কর্মীদের ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে তল্লাশি চালাতে দেখা গেছে।

জামান বলেছেন, আহতদের চিকিৎসা দেওয়ার জন্য আশপাশের সবগুলো হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। আমাদের স্বাস্থ্য ও উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হাজির হচ্ছেন।

বলখ প্রদেশের মুখপাত্র হাজি জাইদ জানিয়েছেন, মাজারশরিফের সবচেয়ে পবিত্র মাজার নীল মসজিদের অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মাজারটিকে আফগানিস্তানের অন্যতম পবিত্র স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়। এখানে নবী মোহাম্মদের (সা.) নাতির কবর আছে বলে বিশ্বাস করা হয়। মসজিদের বর্তমান কাঠামোটি ১৫শ শতকে তৈরি করা হয়েছিল। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে : ট্রাম্প
পরবর্তী নিবন্ধটেকনাফে নারী ও শিশুসহ ২৫ জন উদ্ধার, দুই পাচারকারী গ্রেপ্তার