সীতাকুণ্ডে ৪০ কিমি যানজট, যাত্রীদের তিন ঘণ্টার দুর্ভোগ

আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় অনুসারীদের মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৪ আসনে লায়ন আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় সীতাকুণ্ডে ঢাকাচট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তার সমর্থিত নেতা কর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে সড়কে টায়ার জ্বালিয়ে এ অবরোধ করেন তারা। এ সময় ঢাকাচট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কি.মি. দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন বাস ও বিভিন্ন যানবাহনের কয়েক হাজার যাত্রী, আটকা পড়ে চট্টগ্রাম বন্দর থেকে আসা ঢাকামুখী পণ্যবাহী যানবাহন।

চট্টগ্রাম৪ আসনে (সীতাকুণ্ড ও চসিক আংশিক) বিএনপির প্রার্থী হিসাবে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এর পর লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণার দাবিতে তার অনুসারীরা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা জানান, নগরীর সিটি গেইট থেকে বড় দারোগারহাট পর্যন্ত ৩০ থেকে ৪০টি স্পটে এ অবরোধ চলে। যানবাহনের পাশাপাশি এ সময় বিভিন্ন বাজারের দোকানপাটও বন্ধ হয়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন ব্যানার নিয়ে দলের নেতাকর্মীরা মহাসড়কে এসে বিক্ষোভ শুরু করে। তারা চট্টগ্রাম৪ সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন করার ও লায়ন আসলাম চৌধুরীর নাম ঘোষণা করার দাবি জানান। এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর বলেন, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর কোনো বিকল্প নেই।

এ অবরোধ ও বিক্ষোভের কারণে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সীতাকুণ্ডের দক্ষিণে চট্টগ্রাম নগরীর অলংকার থেকে উত্তরে সীতাকুণ্ড পৌরসভা পর্যন্ত দীর্ঘ প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারা। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহ ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান। পরে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বর্তমান সীতাকুণ্ড থানা বিএনপি’র সদস্য আলহাজ্ব মোঃ মোরসালিন নেতাকর্মীদের অবরোধ তুলে নিতে বললে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। এরপর রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল শুরু হলেও এ দীর্ঘ যানযট স্বাভাবিক হতে হতে পুরো রাতও কেটে যেতে পারে বলে আশঙ্কা করেন যাত্রীদের অনেকেই।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নতুন মুখ, খাগড়াছড়ি ও বান্দরবানে পুরনোতেই আস্থা
পরবর্তী নিবন্ধদ্বিতীয় আউটার রিং রোড চালু হবে আগামী জুনে