চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ৩৫.৫৮ কোটি টাকা। মোট ১,১৯৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.৩১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৫.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২৫০.৩৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.২১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৭.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৮.৮০ পয়েন্ট কমেছে, যা হলো ৯০১.১৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৮৪.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৯,১৮৮.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, দাম কমেছে ১০৪টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। প্রেস বিজ্ঞপ্তি।








