সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা ও পাহাড় কাটার দায়ে পাঁচটি ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা এবং আরেকটি ইটভাটা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে নকল জুতা তৈরি ও বাজারজাত করার দায়ে একটি জুতার কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার এওচিয়ার ছনখোলা ও চুড়ামনি এলাকায় এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন জানায়, সাতকানিয়ায় এওচিয়ার ছনখোলা ও চুড়ামনি এলাকায় লাইসেন্সবিহীন কয়েকটি ইটভাটার মালিক দীর্ঘদিন ধরে পাহাড়ের মাটি কেটে ইট তৈরি করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও এইচএবি ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা প্রদান করে। খাজা ব্রিকস নামের অপর একটি ইটভাটাকে সিলগালা করে দেওয়া হয়। এদিকে, অভিযান পরিচালনাকালে লোটাস ফুটওয়্যার লিঃ নামের একটি কারখানায় এডিডাস, নাইকি ও বাটাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে নিম্নমানের নকল জুতা তৈরি ও বাজারজাত করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, ইটভাটাগুলো লাইসেন্সবিহী পরিচালিত হয়ে আসছিল। এছাড়া এসব ভাটা মালিকদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ ছিল। মঙ্গলবার (গতকাল) ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার বিষয়টি সত্যতা পাওয়া যায় এবং তারা স্বীকারও করে। এজন্য প্রত্যেক ভাটার মালিককে ১ লাখ টাকা করে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অপর একটি ভাটা সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে নকল ও নিম্নমানের জুতা তৈরি করায় লোটাস ফুটওয়্যার নামের একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।