চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ চা বাগান রাস্তার মাথা এলাকায় সড়কের পাশে থাকা একটি বিশাল বট গাছ উপড়ে পড়েছে। আজ ৩১ জুলাই আনুমানিক সকাল ৮টা ৪০ মিনিটের সময় গাছটি উপড়ে পড়লে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপড়ে পড়া বট গাছটি কেটে মহাসড়ক থেকে সরিয়ে নিলে প্রায় ২ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, গতকাল ভোররাতে মুষুলধারে বৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চা বাগানের রাস্তার মাথায় শাহছুফি বটতলের বটগাছটি সড়কের উপর উপড়ে পড়ে। এসময় মহাসড়কে কোন যান-বাহন ও পথচারী না থাকায় হতাহত হয়নি বলে জানা যায়। তবে বট গাছটি উপড়ে পড়ার সাথে সাথে মহাসড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এসময় সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সকালে অফিস আদালতসহ বিভিন্ন কর্মস্থলে যাওয়ার পথে চরম দূর্ভোগে পড়েন।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন জানান, তিনি সকালে স্কুলে যাওয়ার পথে আনুমানিক সকাল ৮টা ৪০ মিনিটের সময় উপড়ে পড়ে। এসময় গাছের শাখাপ্রশাকার কারণে পুরো সড়ক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে পুলিশ এসে গাছটি কেটে সরিয়ে নেয়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. রাসেল জানান, রাতে ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের কাঞ্চননগর শাহসুফী দরবার এলাকায় গাছটি উপড়ে পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছটির শাখা প্রশাখা কেটে সড়কের এক লাইন পরিস্কার করে যানবাহন চলাচল স্বাভবিক করি। এর আগে ৩০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। তিনি জানান চন্দনাইশ ফায়ার সার্ভিস, চন্দনাইশ থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সকাল ১০টার মধ্যেই পুরো গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়।