চক্রশালা স্কুলের শিক্ষক অঞ্জন ভট্টাচার্যের বিদায় সংবধর্না

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন ভট্টাচার্য অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের হল রুমে সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ হাশেম। সিনিয়র শিক্ষক আনন্দমোহন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সাধন চন্দ্র দে, রমা ভট্টাচার্য, রবীন্দ্র ঘোষ, মো. মুছা, জান্নাতুল ফেরদৌস, ইয়াসমিন আকতার, মিলি চৌধুরী, আবুল হোসেন তরুণ, মোহাম্মদ রিয়াদ, নিউটন দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিএনপির বিক্ষোভ
পরবর্তী নিবন্ধওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট বোয়ালখালী উপজেলা শাখার সালাতু সালাম মাহফিল