শাকপুরায় বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট বোর্ডের সভা

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্টের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা গত ৩ মে অনুষ্ঠিত হয়। বোয়ালখালীর মধ্য শাকপুরা লালচাঁদ বাড়ির ‘মোহনস্মৃতি নীড়’ ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা গর্ভনর লায়ন রুপম কিশোর বড়ুয়া। ট্রাস্টি বোর্ড পরিচালনা কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া। বক্তব্য রাখেন ট্রাস্টের যুগ্ম মহাসচিব রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, সুমন বড়ুয়া বাপ্পী, পরিচালক সঞ্জয় বড়ুয়া পিপলু, তাপস বড়ুয়া, ট্রাস্টি পরিচালকবৃন্দের মধ্যে অ্যাড.বুলবুল বড়ুয়া, প্রকৌশলী দীপক বড়ুয়া, নিপুন বড়ুয়া, বিধান বড়ুয়া, সজীব বড়ুয়া সাজু, রঞ্জিত বড়ুয়া, পঙ্কজ বড়ুয়া প্রমুখ। সভায় ট্রাস্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার
পরবর্তী নিবন্ধরাউজান- নোয়াপাড়া সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত, বিকল হচ্ছে যানবাহন