ফটিকছড়িতে শাহনগর উচ্চ বিদ্যালয় ও কলেজে চুরির ঘটনা ঘটেছে এবং একই রাতে চুরির চেষ্টা চলেছে লেলাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার দিবাগত রাতে জানালার গ্রিল ভেঙে কম্পিউটার ল্যাবের ৪টি ল্যাপটপ নিয়ে যায় চোর। বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম। তিনি বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগের। এ ব্যাপারে আমরা থানা অভিযোগ দিয়েছি।
এছাড়া একই রাতে লেলাং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির চেষ্টা করা হয়েছে। চোর তালা ভেঙে ভিতরে প্রবেশ করলেও গ্রাম পুলিশের তৎপরতায় কিছু না নিয়ে পালিয়ে গেছে চোর চক্র।