মা ও শিশু হাসপাতাল নির্বাচন উপলক্ষে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে মতবিনিময় করেছেন ডা. কামরুন নেছা–মাহফুজ–মান্নান পরিষদ। গতকাল বৃহস্পতিবার নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের উন্নয়নে নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত হলে সমাজের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে মা ও শিশু হাসপাতালের উন্নয়ন ও সার্বিক কল্যাণে কাজ করার কথা জানান –মা ও শিশু হাসপাতালের নির্বাচনে প্রফেসর ডা. কামরুন নেছা ও ডা. এম মাহফুজুর রহমান এবং ডা. আলহাজ্ব এম এ মান্নান পরিষদের সদস্যরা।
এসময় তাঁরা বলেন, মা ও শিশু হাসপাতালকে বিশ্বমানের হাসপাতাল গড়ে তোলার জন্য সব ধরনের কাজ করে যাবে। সদস্যদের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড প্রবর্তন, সদস্যদের জন্য বিনামূল্যে বার্ষিক হেলথ চেকআপ, ক্যান্সার বিভাগের প্রযুক্তিগত ও কাঠামোগত উন্নয়ন এবং সুযোগ–সুবিধা বৃদ্ধি করে পূর্ণাঙ্গ ক্যান্সার ইউনিটসহ হাসপাতালে মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট স্থাপন ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারা। এসময় সভাপতি প্রার্থী প্রফেসর ডা. কামরুন নেছা (রুনা), সাধারণ সম্পাদক প্রার্থী ডা. এম মাহফুজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবুল হোসেন ও শাহানা বেগম, ট্রেজারার প্রার্থী ডা. এম এ মান্নান, জয়েন্ট ট্রেজারার মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি প্রার্থী এম জাকির হোসেন তালুকদার, সদস্য প্রার্থী গোলাম বাকী মাসুদ, মোহাম্মদ আসাদুজ্জামান মাসুদ, মোহাম্মদ জান্নাতুল ইসলাম, ডা. খায়রুল আনোয়ার, মো. আব্দুল হাই মাসুম, ড. মো. আবু নাসেরসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।