যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দায়িত্বগ্রহণের প্রথমদিনেই মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। এদিকে ট্রাম্পের এমন হুমকির জবাবে সোমবার ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস বলেছে, এই শুল্ক আরোপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেন, চীনের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে চীন বিশ্বাস করে যে চীন–মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রকৃতিগতভাবেই উভয় পক্ষের জন্য উপকারী। লিউ পেংইউ বলেন, বাণিজ্যযুদ্ধ বা শুল্কযুদ্ধে কেউই জয়ী হবে না। এর আগে ট্রাম্প বলেন, চীন সরকার যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালান বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা থাকবে। এক বিবৃতিতে লিউ বলেন, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি চুক্তি হওয়ার পর চীন মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের পদক্ষেপ নিয়েছে। তবে চীনের বিরুদ্ধে শুল্ক আরোপের বিষয়টিকে অনিয়মিত সীমান্ত অতিক্রম এবং মাদক পাচারের বিরুদ্ধে এটি একটি শক্তিশালী বার্তা বলে উল্লেখ করেছেন ট্রাম্প।