শিক্ষার্থীদের সততা দিয়ে দেশের জন্য কাজ করতে হবে

নাজিরহাট কলেজে ব্যারিস্টার মীর হেলাল

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শিক্ষার্থীদের সততা ও দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের জাতীয় মুক্তি অর্জন ও দেশের উন্নয়নঅগ্রগতি নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী চেতনা দ্বারা কলুসিত শাসন ব্যবস্থার মূল উৎপাটন করে একটি গণতান্ত্রিক পরিবেশ এবং রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে। এইজন্য জ্ঞান অর্জনের পাশাপাশি সততা ও দেশপ্রেমের চেতনাকে সমৃদ্ধ করে গণতান্ত্রিক আদর্শ অনুসরণে দেশ গঠনে উদীয়মান তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) হাটহাজারীর নাজিরহাট কলেজ প্রাঙ্গণে এডহক কমিটির মনোনীত সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা উপলক্ষ্য আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও কলেজের অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য এবং অধ্যাপক ফওজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির হিতৈষী সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য এস এম ফারুক হোসেন ও শিক্ষক প্রতিনিধি অধ্যাপক এস এম কাউছার। কলেজের শিক্ষাকার্যক্রমের উপর বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকের হোসেন, আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, রহমত উল্ল্যাহ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন সাকিব। আলোচনা শেষে অধ্যাপক রোজী মজুমদারের পরিকল্পনা ও পরিচালনায় কলেজের ছাত্রছাত্রীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উপস্থাপনা করেন অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। পরিশেষে, এডহক কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ শিক্ষক পরিষদ মিলনায়তনে শিক্ষককর্মচারিদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। এই সভায় শিক্ষককর্মচারি ও এডহক কমিটির পক্ষ থেকে সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন আহমদ চৌধুরী ও কর্মচারীদের পক্ষে মো. সুজায়েত আলী চৌধুরী স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে
পরবর্তী নিবন্ধপ্রবর্তক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ দুদকের