স্পিডবোট ভাড়া ১৭০ টাকা করার দাবি শিক্ষার্থীদের

গুপ্তছড়া-কুমিরা নৌরুট

সন্দ্বীপ প্রতিনিধি | বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বরাবর ৬ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছয়টি দাবি সম্বলিত একটি আবেদন দেন।

শিক্ষার্থীদের পেশ করা দাবিগুলো হল : ২০২২ সালের ১৩ মার্চে বিআইডব্লিউটিএর দেয়া প্রজ্ঞাপন অনুযায়ী গুপ্তছড়াকুমিরা নৌরুটে স্পিডবোট ভাড়া ১৭০ টাকা আগামী ৭ দিনের মধ্যে কার্যকর করতে হবে, সন্দ্বীপে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ব্যতিরেকে অন্তত চারটি অ্যাম্বুলেন্স এবং দুইটি সিঅ্যাম্বুলেন্স সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আগামী ৭ দিনের মধ্যে বর্তমান সিএম্বুলেন্সটি চালু করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, গাছুয়া হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে সাপের অ্যান্টিভেনমসহ জরুরি চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, সন্দ্বীপের কৃষকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবরাহ করা, সন্দ্বীপে বেড়িবাঁধ ব্যবস্থাপনাসহ নদী ভাঙন মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা এবং সন্দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষক রাজনীতি এবং শিক্ষা বাণিজ্য বন্ধ করা, বিশেষত: যে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গড় শিক্ষার্থী ৭১ জন ঐ বিদ্যালয়সমূহে শিক্ষার্থী বাড়াতে উপজেলা শিক্ষা কমিটি, ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এর আগে বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলা কনফারেন্স হলে উপজেলা প্রশাসনের সাথে ছাত্রজনতার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্যাহ, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান, সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, সাংবাদিক ইলিয়াস সুমন, শিক্ষার্থী সাইফুর রহমান খান, ফাহাদ উমর, মোহাম্মদ শরীফ হোসেন, নাছরিন আক্তার, মো. আবদুল কাইয়ুম, আসিফুল আলম, মেহেরাব হোসেন বাঁধন, আবিদা আলম ইসমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসততার সাথে রাজনীতি করার বার্তা কেন্দ্রীয় নেতৃবৃন্দের
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর