অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৪৪ সালে সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন অধ্যাপক শফিকুল।বাবা আলহাজ এমদাদুর রহমান ছিলেন ব্রিটিশ সরকারের আমলে পশ্চিমবঙ্গ পুলিশ ডিপার্টমেটের প্রধান।১৯৬৭ সালে বাংলাদেশ কলেজ অফ আর্টস এন্ড ক্রাফটস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এফ.এ এবং ১৯৭৪ সালে মাস্টার্স অফ ফাইন আর্টস (এম.এ) করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তিনি দীর্ঘ ৩৩ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অধ্যাপনা করেন।এ সময় তিনি বিভাগের চেয়ারম্যান ও এ.এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।চারুকলা বিভাগ ও দেশের শিল্পকলার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন এই শিল্পী। যৌথভাবে নকশা করেন চবি শহিদ মিনারের। প্রেস বিজ্ঞপ্তি।