চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম প্রেস ক্লাবকে ঐতিহ্যবাহী ক্লাব উল্লেখ করে প্রতিষ্ঠানটি তার গঠনতন্ত্র মোতাবেক নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাব ঐতিহ্যবাহী একটি প্রেস ক্লাব। গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত ওইদিন বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। তছনছ করেছে ক্লাবের বিভিন্ন কক্ষ। লুট করেছে নগদ টাকাসহ বিভিন্ন দলিল দস্তাবেজ। তারা ক্লাবের চতুর্থ তলায় ক্লাবের নিজস্ব তালা ভেঙে নিজেদের দুটি তালা লাগিয়ে দেয়। এ অপকর্ম যারা করেছে তাদের পরিচয় সিসিটিভির ফুটেজে সংরক্ষিত আছে। বিষয়টি ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমসমূহে এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি চট্টগ্রামের প্রশাসনকে অবহিত করার পর গত ১২ আগস্ট নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে বিস্তারিত আলোচনার পর ১২ আগস্ট বিকাল ৩টায় ক্লাব সদস্যরা ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করেন। ক্লাব সদস্যরা অভ্যন্তরে অবস্থান নেওয়ার পর বেলা আনুমনিক সাড়ে ৪টার দিকে চিহ্নিত দুর্বৃত্তরা আবারও ক্লাবের সামনে হাজির হয়ে মূল ফটকের গ্রিল ভেঙে ক্লাব ভবনের চতুর্থ তলায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্লাবের অভ্যন্তরে শতাধিক সদস্য অবস্থান করছিলেন। বিষয়টি অবহিত হওয়ায় সেনা কর্মকর্তাদের নেতৃত্বে কিছু সেনা সদস্য এসে উত্তেজনা প্রশমন করেন। বিষয়টি ক্লাবের ২৮৪ জন স্থায়ী সদস্যকে চরমভাবে ক্ষুব্ধ করেছে।
চট্টগ্রাম প্রেস ক্লাব ১৯৬২ সাল থেকে নিয়মিত নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। দলমত নির্বিশেষে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা এ ক্লাবের সদস্য। ক্লাবের ইতিহাসে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কখনো ঘটেনি। স্মারকলিপিতে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।
এর আগে গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সভায় বক্তারা চট্টগ্রাম প্রেস ক্লাবে চিহ্নিত দুর্র্বৃত্তের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তর্বর্তী সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।